ঐতিহাসিক মৌলভীবাজারের নড়িয়া গণহত্যা দিবস আজ
May 8, 2016,
স্টাফ রিপোর্টার॥ ১৯৭১ সালের ২৫ শে বৈশাখ মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের নড়িয়া গ্রামে ২৬ জন ও বাউর বাগ গ্রামের ২ জন সহ ২৮ জন মুক্তিকামী মানুষকে গুলি করে হত্যা করে পাকবাহিনী। নির্যাতন করা হয় গ্রামের ৪ জন গৃহবধু ও একজন কিশোরীকে। আর তাদের এ দেশীয় দোসর রাজাকার আলবদররা লুটপাট করে এদের বাড়িঘরে দেয় আগুন। ৮ মে রোববার সেই ভয়াল স্মৃতি ভুলতে পারেননি নড়িয়াবাসী।
এদিকে কালের আবর্তে স্বাধীনতার ৪৫ বছর অতিক্রান্ত হলেও আজও সেই ভয়ের ছায়া বিরাজমান নড়িয়া বাসীর চোখে মুখে। দারিদ্রতার কষাঘাতে চলছে নি:স্ব হওয়া পরিবারগুলোর জীবন সংগ্রাম।
সরকার নড়িয়ার এই নি:স্ব পরিবারগুলোকে সহায়তার পাশাপাশি এই বধ্যভুমিতে একটি স্মৃতি সৌধ নির্মানে এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা করে নড়িয়াবাসী।
মন্তব্য করুন