(ভিডিও সহ) ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত

December 18, 2017,

আশরাফ আলী॥ মহান বিজয় দিবস উপলক্ষে জেলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মৌলভীবাজার ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১৭ ডিসেম্বর বিকেলে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে শাহ মোহাম্মদ আলী শাহেদের সভাপতিত্বে প্রধান

অতিথি ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

ঘোড় দৌড় প্রতিযোগীতায় ১৬ টি ঘোড়া অংশগ্রহণ করে। মোট ৮টি হিটে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ান হয় হৃদয়, দ্বিতীয় স্থান অধিকার করে পংকীরাজ ও তৃতীয় স্থান অধিকার করে সুপারষ্টার। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকারকারী হৃদয় ৩২ ইঞ্চি এল ই ডি টেলিভিশন, দ্বিতীয় স্থান অধিকারকারী পংকীরাজ ২১ ইঞ্চি কালার টেলিভিশন, তৃতীয় স্থান অধিকারকারী সুপার ষ্টার ১৬ ইঞ্চি কালার টেলিভিশন ও বিশেষ পুরষ্কার একটি গিফট বক্স পায় মনিরাজ।
ঘোড় দৌড় প্রতিযোগীতায় চ্যাম্পিয়ান হৃদয়কে শাহজালাল ইসলামী যুব সংস্থার সভাপতি মোঃ লিয়াকত আলীকে নগদ ১ হাজার টাকা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com