ওয়েব ও মোবাইলে ডিজিটাল পদ্ধতিতে যুগান্তকারী বালাইনাশক নির্দেশিকা উদ্ভাবন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

July 26, 2016,

স্টাফ রিপোর্টার॥ ডিজিটাল পদ্ধতিতে কৃষিতে যুগান্তকারী বালাইনাশক নির্দেশিকা উদ্ভাবন করেছেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা সুকল্প দাস। তৈরী করেছেন অ্যান্ড্রয়েড অ্যাপস এবং ওয়েবসাইট।
২৬ জুলাই মঙ্গলবার বিষয়টি উপ সহকারি কৃষি কর্মকর্তা সহ সকল কৃষি কর্মকর্তাদের অবহিত করতে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের সেমিনার কক্ষে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উদ্ভাবনের ফলে এখন থেকে অ্যান্ড্রয়েড অ্যাপসে এবং ওয়েবে ফসলে কোন রোগে কি ব্যবস্থা নিতে হবে, কোন সমস্যার কি সমাধান- তা সহজে পাওয়া যাবে।
কর্মশালায় জানানো হয়, এ-টু-আই কর্মসূচির সহযোগিতায় ডিজিটাল ‘বালাইনাশক নির্দেশিকা বা পেস্টিসাইড প্রেস্ক্রাইবার’ বানিয়েছেন সুকল্প দাস। এর মাধ্যমে কৃষি সম্প্রসারণ কর্মীসহ কৃষক, বিভিন্ন প্রতিষ্ঠান, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের কীটনাশক ও পোকামাকড় দমনের তথ্য সহজলভ্য হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com