কথা রাখলেন সাদিক খান- ঘন্টায় এক ভাড়ায় দুই যাত্রার সুযোগ লন্ডনের বাসে সেপ্টেম্বরে চালু হচ্ছে হোপার টিকেট

May 17, 2016,

মুনজের আহমদ চৌধুরী॥ কথা রাখলেন লন্ডনের নব-নির্বাচিত মেয়র সাদিক খান। লন্ডনের মেয়র নির্বাচনে লেবার পার্টির প্রার্থী সাদিক খানের নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল লন্ডনের রেডবাসে হোপার টিকেট চালুর। অর্থাৎ এক ঘন্টায় একটি বাস যাত্রার ভাড়ায় যতবার প্রয়োজন বাস ব্যাবহার বা পরিবর্তনের সুযোগ। লন্ডনের বাসিন্দাদের যাতায়াতের সুবিধা বৃদ্ধির পাশাপাশি খরচ কমাতেই এমন প্রতিশ্রুতি দেন সাদিক খান। তবে সেটি টিএফএলের যান্ত্রিক সীমাবদ্ধতার কারনে পুরোপুরি এখনই চালু না হলেও আংশিকভাবে চালু হচ্ছে চার মাসের মধ্যেই। সাদিক খানের প্রতিশ্রুতি ছিল, এক ঘন্টার ভেতরে ১.৫০ পাউন্ড সিঙ্গেল ফেয়ারের খরচে যাত্রীরা সহজেই কর্মস্থলে পৌছুতেঁ পারবেন যতবার প্রয়োজন ততবার বাস পরিবর্তন করে।
কিন্তু,টিএফএল ( ট্রান্সপোর্ট ফর লন্ডন ) বলছে, এই মুহুর্তে সেবাটি যান্ত্রিক কারনে চালু সম্ভব নয়। ২০১৮ সালের শেষে এ সেবাটি চালু করা সম্ভব হবে। তবে তারা আশা করছেন, হোপার টিকেটের সেবাটি ২০১৮ সালের আগেই চালু করা সম্ভব হতে পারে। তবে চলতি বছরের সেপ্টেম্বর থেকেই ঘন্টায় একটি বাসের ভাড়ায় দুটি বাস ব্যাবহারের সুযোগ চালু হচ্ছে লন্ডনজুড়ে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com