কবি অবনী শর্মার প্রথম কাব্যগ্রন্থ ‘তূর্যধ্বনি’ মোড়ক উন্মোচন

December 19, 2022,

স্টাফ রিপোর্টার॥  ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির শিক্ষা ও সাহিত্য সম্পাদক কবি অবনী শর্মার প্রথম কাব্যগ্রন্থ ‘তূর্যধ্বনি’ মোড়ক উন্মোচন উপলক্ষে এক আলোচনা রোববার ১৮ ডিসেম্বর সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয়।

ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল কুমার ভৌমিক।

ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক অমলেশ শর্ম্মার সঞ্চালনায় সভায় আলোচনা করেন লেখক, গবেষক ও প্রকাশক মহিদুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোঃ নুরুল মোহাইমীন।

‘তূর্যধ্বনি’ কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করে প্রধান আলোচক শ্যামল কুমার ভৌমিক বলেন, এটা কবির প্রথম কাব্যগ্রন্থ হলেও কবি বয়সে যেমন প্রবীণ, তেমনি তার কাব্যেও রয়েছে দীর্ঘদিনের কাব্য চর্চার বহুমাত্রিকতা। কবি তার কবিতায় সমাজ বিকাশের ধারা, প্রকৃতি-পরিবেশ, বিজ্ঞান ও মানুষের মুক্তির কথা তুলে ধরার চেষ্ঠা করেছে। শ্রেণি বিভক্ত সমাজে শিল্প, সাহিত্য, সংস্কৃতি কোন কিছুই শ্রেণির উর্দ্ধে নয়, তেমনি কবি অবনী শর্মার কাব্যগ্রন্থও এর ঊর্দ্ধে নয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com