কবি নজরুল স্মরণে ভিডিও কনফারেন্সে আলোচনা সভা অনুষ্ঠিত
সালেহ আহমদ (স‘লিপক)॥ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবি নজরুল স্মরণে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব আয়োজিত অনলাইন গ্রুপের ভিডিও কনফারেন্সে আলোচনা সভা, নজরুল রচিত কবিতা পাঠ ও গান, গজল, গীত পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৭ আগষ্ট রাত ১০টায় বাংলাদেশ পোয়েটস্ ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী’র পরিচালনায় ভিডিও কনফারেন্স এ আলোচনা সভা, নজরুল রচিত কবিতা পাঠ ও গান গজল গীত পরিবেশনায় লন্ডন থেকে কবি ফয়জুর রহমান, ঢাকা থেকে নজরুল ইসলাম বাঙালি, ডা. মুহসিনা খানম, শিল্পী নিলুফা ফরহাদ আজাদী, কবি মুর্শেদা ভূইয়া মিরা, কবি হৃষীকেশ রায় শংকর, নারায়নগঞ্জ থেকে লায়ন সালেহ আহমদ বাদশা, চট্টগ্রাম থেকে কবি সুপ্রিয় কুমার বড়ুয়া, কবি মনির উদ্দিন নজরুল, সিলেট থেকে সুরাইয়া পারভীন লিলি, মৌলভীবাজার থেকে কবি সালেহ আহমদ (স’লিপক), ব্রাহ্মণবাড়িয়া থেকে কবি সৈয়দা শিরিন আক্তার যোগদান করেন।
আলোচকরা বলেন, কবি কাজী নজরুল ইসলামের দেহবাসন হলেও নজরুল রয়ে গেছেন আমাদের মনে।
দুর্গম পথ চলতে গিয়ে পথিক যখন পথ হাঁরিয়ে ফেলে, তখন পথ খুঁজে পেতে কি করতে হয় সেটি দেখিয়েছেন নজরুল।
আমার পথ কীভাবে আমার মুক্তি নির্দেশ করবে তা আমাদের জানিয়েছেন নজরুল। তারা আরও বলেন, ‘নজরুলের লেখনি জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে।
তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে। নজরুল ছিলেন চির প্রেমের কবি।
তিনি যৌবনের দূত। তিনি প্রেম দিয়েছিলেন, প্রেম চেয়েছিলেন। মূলত তিনি বিদ্রোহী, কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদপ্রতিম।
তাইতো নজরুল অনায়াসেই বলতে পারেন, ‘আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনায়।’
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের এ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (তৎকালীন পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মন্তব্য করুন