কমলগঞ্জের আলীনগর ও পতনঊষার ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত
প্রনীত রঞ্জন দেবনাথ॥ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ও আলীনগর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন
৩০ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়। আলীনগর ইউনিয়নে ধীরেন্দ্র কুমার মালাকার সভাপতি ও শৈলেন্দ্র দেবনাথ সাধারন সম্পাদক এবং পতনঊষার ইউনিয়নে প্রমোদ চন্দ্র দেবাথ সভাপতি ও স্বপন দেবনাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিকাল ৫টায় আলীনগর চা বাগান পূজা মন্ডপ প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ধীরেন্দ্র কুমার মালাকারের সভাপতিত্বে ও শিক্ষক সমরেন্দু সেনগুপ্ত বুলবুলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিহারেন্দু ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কমিটির সভাপতিমন্ডলীর সদস্য প্রণয় দত্ত, সাধারণ সম্পাদক অশোক বিজয় দেব কাজল, দপ্তর সম্পাদক কালীপদ দেব, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরী, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, ইউপি সদস্য সুকুমার দেবনাথ, ইউপি সদস্য রামভরস বৈদ্য, আলীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর চন্দ্র দেবনাথ, পতনঊষার ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ, আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গণেশ পাত্র, সমাজসেবক শ্যাম বিহারী কৈরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শিবানন্দ কৈরী, ক্ষীরদ দেবনাথ, সুনীল মৃধা, শৈলেন্দ্র দেবনাথ, মুক্তিনাথ কৈরী, দীপন দেবনাথ প্রমুখ।
অন্যদিকে শুক্রবার বেলা ২টায় পতনঊষার ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন শাখার সভাপতি প্রমোদ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অশোক বিজয় দেব কাজল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার দপ্তর সম্পাদক কালীপদ দেব, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাবেক ইউপি সদস্য দীপেন্দ্র কুমার দাস, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ দেবনাথ, সাধারণ সম্পাদক ইউপি সদস্য নারায়ন মল্লিক সাগর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎ ভূষন দাস, স্বপন দেবনাথ, মাইকেল দেবনাথ, অমল কান্তি দাস দুদুল প্রমুখ।
মন্তব্য করুন