কমলগঞ্জের তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী সম্পন্ন

December 26, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার মণিপুরী অধ্যুষিত আদমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের (১৯৫৪-২০১৬) পূণর্মিলনী অনুষ্ঠান বর্ণীল সাজে ‘এসো মিলি ঐকতানে প্রাণের প্রাঙ্গণে’ এ শ্লে¬াগানে বর্ণাঢ্য আয়োজনে গত রোববার গভীর রাতে স্কুল মাঠে সম্পন্ন হয়েছে। দু’দিনব্যাপী ম্যাট্রিকুলেশন/এসএসসি উত্তীর্ণ প্রায় দেড় সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠানকে কেন্দ্র করে সমবেত হন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা।
২৫ ডিসেম্বর রোববার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী সমাজসেবক সমরজিত সিংহের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আব্দুল আউয়াল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী পরিষদের সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রফেসর সৈয়দ আশরাফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস, সিলেট এম, এ, জিÍসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি অধ্যাপক ডা: যোগীন্দ্র সিংহ, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কনসালটেন্ট ডা: স্বপন কুমার সিংহ, প্রাক্তন শিক্ষার্থী ও নোয়াখালী সদর উপজেলার ইউএনও মো. নুরুল ইসলাম, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. আব্দুল ওয়াহিদ, অ্যাডভোকেট জয়মোহন সিংহ, লেখক-অধ্যাপক অবিনাশ আচার্য্য, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনের চীফ একাউন্টেন্ট মো. রমিজ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পূণর্মিলনী উৎসব উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক কৃষ্ণ কুমার সিংহ, প্রাক্তন শিক্ষার্থী নীলচাঁদ সিংহ প্রমুখ। আদমপুর তেঁতইগাঁও রশিদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৬২ বছরের প্রাক্তন শিক্ষার্থীদের নানা প্রতিশ্রুতি প্রদান ও সংগীত উপভোগের মাধ্যমে রোববার রাত ১২টায় শেষ হয় মহা মিলন মেলা।
শনিবার উদ্বোধনী দিনে শনিবার সকাল ১০টা থেকে আনন্দ শোভাযাত্রা, স্মারকস্তম্ভ উন্মোচন, আলোচনা সভা, স্মৃতিচারণ ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিল্পী বিধান লষ্কর, মঞ্জুশ্রী দাস, বিপ্রদীপ রায়, বিবেক আচার্য্য ও পরিমল দাসের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ বিচিত্রানুষ্ঠান। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের সাইক্রিয়াটিক বিভাগের প্রধান ও উদযাপন পরিষদের আহবায়ক ডা. আর কে এস রয়েলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, কমলগঞ্জের ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, তেতইগাঁও রশিদউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।
অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মুসলেহ উদ্দিন,সহকারী প্রধান শিক্ষক বাবু মাখন চন্দ্র , প্রাক্তন শিক্ষক আব্দুর রহমান,রসেন্দ্র চন্দ্র দাস, তৌফিক আহমদ চৌধুরী, খলিলুর রহমান, মুসলেহ উদ্দিন আহমদ, ফজলুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও প্রাক্তন ছাত্র পরিষদের সহ সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান, ইসমাইল হোসেন, সঃঅঃ সম্পাদক ফযসল আহমদ,সদস্য আলবাব হোসেন লজ ,গুলজার হোসেন ইমরান আহমদ সহ পরিষদের সকল সদস্যবৃন্দ।
পূণর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মুখরিত এই অনুষ্টান মনোমুগ্ধকর পরিবেশে রুপ নিয়েছিল। পুরোনো দিনের সহপাঠীদের কাছে পেয়ে ক্ষনিকের জন্য হলেও ভুলে গিয়েছিলেন বয়স আর নিজ নিজ পদ পদবীর কথা। চুকিয়ে বন্দুবান্ধবদের আড্ডায় মত্ত ছিলেন অনেকেই। “এই তুই আমারে ছিনরেনি? আমি শাব্বির-বে। এখলগে পড়ালেখা খরছিলাম। এখন আমি — থাকি।” এরকম একে অপরকে পরিচয় দিচ্ছেন। অনেক দিন দেখা নেই। যান্ত্রিক জীবনে কর্মব্যস্ততা ও প্রবাস জীবন স্কুল জীবনের সহপাঠিদের অনেক দুরে রেখেছিল। পূণর্মিলনী অনুষ্টান আবারো সেই অতিতে ফিরিয়ে নিয়ে গেলো কমলগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে। পুরনো বন্ধুর পরিচয় পাওয়ার পাশাপাশি তাকে কাছে পাওয়ার অনুভুতি যেন অন্য রকম। একে অপরকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকে। ফেলে আসা সোনালী দিনের বন্ধনে আবদ্ধ হয়ে পুরনো মধুর স্মৃতিকে রুমান্তন করতে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পুণর্মিলনীর ব্যানার, ফেস্টুন আর প্রকৃতি থেকে নেয়া সবুজ রঙের টি-শার্ট, সাদা টুপি পরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী মিলিয়ে সহস্রাধিক শিক্ষার্থী শনিবার সকাল ১০টায় অংশ নেয় পূণর্মিলনী অনুষ্ঠানের প্রথম পর্ব র‌্যালিতে।
পূণমিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের আগামীর সুন্দর সমাজ বিনির্মাণের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। কেবলমাত্র পুথিগত শিক্ষার মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের সমাজকে আর অন্ধকারের ফিরে তাকালে হবে না। তাদেরকে শিক্ষার আলো দিয়ে সামনের দিকে নিয়ে যেতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com