কমলগঞ্জের পতনউষার ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনিয়মে সাত সদস্যের অভিযোগ
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে অনিয়মে পরিষদের সাত সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাসিক সভা আহ্বান করে প্যানেল চেয়ারম্যান নির্বাচন বিষয়ে সাত ইউপি সদস্যে দুই দিনের সময় প্রার্থনা উপেক্ষা করলে তা উপেক্ষা করে চেয়ারম্যানের নিজস্ব লোককে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন। এসময়ে অন্যান্য সদস্যরা সভাস্থল ত্যাগ করেন।
পতনউষার ইউনিয়নের সদস্য মোহাম্মদ কুদ্দুস, আব্দুস সোবহান চৌধুরী, রিপন ইসলাম, সায়েক আহমদ, সাজিদ আলী, হাজী আব্দুল খালিক ও নারী সদস্য জোসনা বেগম বলেন, ইউনিয়নের মাসিক সভায় আলোচ্যসূচী অনুযায়ী পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল্যায়ন, প্যানেল চেয়ারম্যান নির্বাচন প্রসঙ্গ, ১৩টি স্থায়ী কমিটি গঠন ও বিবিধ বিষয়ে আলোচনা ছিল। ইউপি চেয়ারম্যান মনগড়াভাবে নিজের পছন্দের সদস্যকে প্যানেল চেয়ারম্যান করতে চাইলে সভায় হট্টগোল শুরু হয়। পরে ভোট প্রদানের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের জন্য আলোচনায় এ বিষয়ে দুই দিন পর সিদ্ধান্ত নেওয়া উচিত দাবী করলে চেয়ারম্যান তা উপেক্ষা করে মনোনীত সদস্যকে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের কার্যক্রম শুরু করেন। পরে সাত ইউপি সদস্য সভাস্থল ত্যাগ করেন।
অভিযোগকারী ইউপি সদস্যরা বলেন, নির্বাচন দেখিয়ে প্যানেল চেয়ারম্যান মনোনিত করলে প্রার্থীদের নামের তালিকাসহ সকল সদস্যদের স্বাক্ষর থাকতে হবে। এখানে প্রতিপক্ষের প্রার্থীতাসহ কোনকিছু ছাড়াই চেয়ারম্যান চাতুরীপনা করে সভায় উপস্থিতির স্বাক্ষর ব্যবহার করেই অনিয়মের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচন করেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বলেন, নীতিগতভাবেই বৃহস্পতিবার প্যানেল চেয়ারম্যান নির্বাচন করতে হয়। কয়েকজন সদস্য সভাস্থল ত্যাগ করে গেলেও অন্যান্যরা ভোট প্রদান করেই প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এখানে কোন প্রকার অনিয়ম হয়নি।
অভিযোগ সম্পর্কে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, সাতজন সদস্য শশরীরে উপস্থিত হয়েই তার কার্যালয়ে অভিযোগ পত্র দিয়েছেন। একটি পরিষদের ১৩ জন সদস্যের মাঝে যদি সাতজনই অভিযোগ করে তাহলে কিভাবে প্যানেল চেয়ারম্যান নির্বাচন হলো। তা খতিয়ে দেখতে হবে এবং বিধান মতোই সুরাহা করা হবে।
মন্তব্য করুন