কমলগঞ্জের বিএএফ শাহীন কলেজ মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত
কমলগঞ্জ প্রতিনিধি॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বিএএফ শাহীন কলেজ। কলেজের এই বিরল কৃতিত্বের জন্য কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন সাইদুল আমীন কলেজের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারিদের অভিনন্দন জ্ঞাপন করেছেন। আলাপকালে কলেজ অধ্যক্ষ জানান, মোট ১১টি ক্যাটাগরিতে মূল্যায়নের মাধ্যমে এই স্বীকৃতি দেয়া হয়।
বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত শমশেরনগর বিএএফ শাহীন কলেজ ২০১১ সালের ৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়ে একাডেমিক কার্যক্রম শুরু করে একই বছরের ৯ অক্টোবর। ২০১২ সালের ১ জানুয়ারি প্রাইমারী শাখা, ২০১৩ সালের ১ জানুয়ারি মাধ্যমিক শাখা ও একই বছরের ১ জুলাই উচ্চ মাধ্যমিক শাখার কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই কলেজে ১৮৯৯ জন শিক্ষার্থী রয়েছেন। এর মধ্যে ১১২৫ জন ছাত্র ও ৭৭৪ জন ছাত্রী। শিক্ষক-কর্মচারী রয়েছেন ৯৮ জন। প্রতি বছর এই কলেজে সকল পরীক্ষায় সর্বাধিক জিপিএ-৫ সহ প্রায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে থাকে।
মন্তব্য করুন