কমলগঞ্জের মুন্সীবাজারে জুয়ার রমরমা আসর ॥ নিঃস্ব হচ্ছে যুবসমাজ

March 26, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার কয়েকটি স্পটে জুয়ার আসরে নিঃস্ব হচ্ছেন যুবসমাজ। মুন্সীবাজার ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে জুয়ার রমরমা আসরে মৌলভীবাজার ও হবিগঞ্জের জুয়াড়িদের সমাগম ঘটে। স্থানীয় এক ইউপি সদস্যের প্রত্যক্ষ মদদে রামচন্দ্রপুরের দু’তিনটি স্পটে পর্যায়ক্রমে অব্যাহতভাবে জুয়ার রমরমা আসর বসছে।
স্থানীয় এলাকাবাসী ও জুয়ার আয়োজকরা জানান, মুন্সীবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের শব্দকর এলাকার গাছ বাগানে গত কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে জুয়া খেলার পরিসর বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন থেকে রামচন্দ্রপুর এলাকার খিরনী নদীর পার ঘেষে কোন কোন সময়ে দিবালোকেও জুয়া খেলোয়াড়িদের আড্ডা গড়ে উঠে। একই এলাকায় কয়েকদিন পর পরই আশপাশে স্থান পরিবর্তন করে জুয়ার মহোৎসব চলছে। জুয়ার পাশাপাশি মদ, গাজা অবাধে চলছে। স্থানীয় প্রভাবশালী এক ইউপি সদস্যের প্রত্যক্ষ মদদে বস্তার চট ফেলে ঝান্ডিমুন্ডার উৎসব শুরু হয়। স্থানীয়রা বলেন, দক্ষিণ রামচন্দ্রপুর এলাকায় দরিদ্র, দিনমজুর ও নিরীহ লোক থাকায় ভয়ে কেউ মুখে খোলে কথা বলতে পারছেন না। সন্ধ্যার পর থেকেই স্থানীয় জুয়াড়িদের সাথে হবিগঞ্জ, মৌলভীবাজারসহ বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল, সিএনজি অটোরিক্সা এমনকি কারযোগেও বহিরাগত লোকদের ব্যাপক উপস্থিতি ঘটে। এছাড়াও উপজেলার শমশেরনগর, পতনঊষার, আদমপুর ও আলীনগর ইউনিয়নের কয়েকটি স্পটে অনিয়মিতভাবে জুয়ার আসর বসে। উৎসব শুরু হলে চা বাগানসহ বিভিন্ন স্থানে জুয়ার পরিসর বৃদ্ধি পায়। এসব জুয়ার উৎসব দেখে স্থানীয় যুবসমাজ সম্পৃক্ত হচ্ছে। ফলে দরিদ্র পরিবার সদস্যরা নিঃস্ব হচ্ছে এবং চুরি সহ বিভিন্ন অপরাধ প্রবনতা বৃদ্ধি পাচ্ছে।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ইনসপেক্টর (তদন্ত) নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com