কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানে অটোরিক্সার উপর গাছ পড়ে ২ জনের মৃত্যু ॥ আহত ৩
কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের জানকী ছড়া এলাকায় শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে পাহাড়ের মাটি ধসে একটি মালাকানা গাছ চলন্ত সিএনজির উপর পড়ে ঘটনাস্থলেই একজন মারা যান এবং আহতবস্থায় শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে আসলে আরো একজন মারা যান। এ সময় আরো ৩ যাত্রী আহত হন।
লাউয়াছড়া বনের দায়িত্বরত সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, মঙ্গলবার বিকাল সোয়া ৪টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনের ভিতরে জানকী ছড়া এলাকায় পাহাড়ের মাটি ধসে একটি মালাকানা গাছ কমলগঞ্জ থেকে ছেড়ে আসা শ্রীমঙ্গলগামী একটি চলন্ত সিএনজির উপর পড়ে যায়। এসময় সিএনজিটি গাছের চাপা পড়ে পার্শবর্তী রাস্তার পাশে নিচু অংশে উল্টে পড়ে।
এ সময় সিএনজির ভিতরে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার স্টেশন কর্মিরা গুরুত্বর আহত অবস্থা ৪ জনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শ্রীমঙ্গল হাসপাতালে আরো একযাত্রী মারা যান। নিহতরা হলো শ্রীমঙ্গল সন্ধানী এলাকার কেয়া পাল (২৭) ও সবুজ বাগ এলাকার সম্পা দেব (৩০)। তারা দু জনই কমলগঞ্জের ভানুগাছ বাজারে সূর্যের হাসি ক্লিনিকে চাকুরী করতেন বলে জানা যায়।এসময় প্রায় আধাঘন্টা উভয় পাশে যান চলাচল বন্ধ ছিল। পরে কমলগঞ্জ থানা পুলিশ ও বনকর্মীরা গাছ সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।
বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় সহকারী বনসংরক্ষক মো. তবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য করুন