কমলগঞ্জের শমশেরনগরে প্রাক্তন ছাত্র পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

January 28, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ ফেলে আসা সোনালী দিনের বন্ধনে আবদ্ধ হয়ে পুরোনো মধুর স্মৃতিকে রুমান্তন করতে বিপুল উৎসাহ উদ্দীপনায় ও আনন্দঘন পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর প্রাক্তণ ছাত্র পূণর্মিলনী অনুষ্ঠান দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত শমশেরনগরবাসীর পদচারণায় মূখরিত ছিল স্থানীয় শিংরাউলী ইলেভেন স্টার ক্লাব মাঠের মিলন মেলা।
শুক্রবার বিকেলে দু’দিনব্যাপী শমশেরনগর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী-২০১৭ এর শুভ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।
২৮ জানুয়ারী শনিবার সকালে শমশেরনগর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী শমশেরনগর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পর অনুষ্ঠিত হয় ব্যাচ অনুযায়ী পরিচিতি, ফটোসেশন ও স্মৃতিচারণ, প্রীতিভোজ, প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরেফিন রুমি ও লাবনী সরকারের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান।
শমশেরনগর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে শমশেরনগর এলাকার যেসব শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে সেগুলো হচ্ছে-সুজা মেমোরিয়েল কলেজ, এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, আব্দুল মছব্বির একাডেমি, আইডিয়াল কিন্টার গার্ডেন স্কুল ও শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।


শমশেরনগরের প্রাক্তন ছাত্র কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, শমশেরনগর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী পরিষদের প্রধান সমন্বয়কারী ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ, পরিষদের সভাপতি অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, সাধারণ সম্পাদক মিহির ধর চৌধুরী, সহ সাধারণ সম্পাদক শামছুল হক মিন্টু, অর্থ সম্পাদক সৈয়দ ইশতিয়াক উদ্দিন বাবেল, সাংস্কৃতিক উপ কমিটির আহবায়ক তারিকুজ্জামান সুমন জানান, বিগত বহু দশকের পরিক্রমায় শমশেরনগর এলাকার মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবন শেষে দেশে-বিদেশে জীবিকার খোঁজে, জীবনের টানে ছড়িয়ে পড়েছেন। সময় বয়ে গেছে মহাকালের ¯্রােতে আর মানুষগুলো ব্যাকুল হয়েছেন শৈশবভূমে ফেরার। শমশেরনগর প্রাক্তন ছাত্র পুনর্মিলনী পরিষদের মূল লক্ষ্য শৈশবে, কৈশোরে বা তারুণ্যে ফিরে আসা, সবাই সবার সাথে সাক্ষাতের সুযোগ পাওয়া। এই মহামিলন মেলা সফল করতে ৫১ সদস্যের উপদেষ্টা পরিষদ, ২৫ সদস্যের পরিচালনা পরিষদ, ১২টি উপ কমিটি ও স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com