কমলগঞ্জের শমশেরনগরে বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতামূলক প্রশিক্ষণ
প্রনীত রঞ্জন দেবনাথ॥ শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ কল্পে বাল্য বিবাহ সম্পর্কে সচেনতা বৃদ্ধিকরণ” কর্মসূচীর আওতায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে এক সচেনতামূলত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় রোববার ২৪ এপ্রিল বেলা ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে। ভিলেজ ভেভেলপম্যান্ট অর্গানাইজেশন (ভিডিও)-এর আয়োজনে শিক্ষক এ বি এম মাসুদুর রহমানের সঞ্চালনায় কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ ও আলোচনা পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার,প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আলী, সদস্য প্রভাষক ফজলুর রহমান, সাংবাদিক মুজিবুর রহমান। শুরুতেই বিষয় ভিত্তিক প্রবন্ধ পাঠ করে হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া আফরিন। আয়োজকদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন এম এইচ শাহীন ও বিদ্যালয়ের পক্ষে শুভেচ্চ বক্তব্য রাখেন শিক্ষক বিপ্লব ভূষণ দাস। অংশ গ্রহনকারী অতিথির কাছে বাল্য বিবাহ রোধ কল্পে নানা সমস্যা ও তা থেকে প্রত্রিতাণ সম্পর্কে বিভিন্ন প্র¤œ করে বিদ্যালয়ের ছাত্রীরা। বাল্য বিবাহে মেয়েদের নানামুখী সমস্যা হয় সে আলোকে বাস্তব কিছু চিত্র তুলে ধরে বার্য বিবাহ প্রতিরোধে আগে ছাত্রীদের দৃঢ় চিত্তে না বলতে অঙ্গিকার করানো হয়। প্রয়োজনে প্রমঅসনে অবহিত করতেও বলা হয়। প্রশিক্ষণ ও আলোচনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ইউপি সদস্য, জনপ্রতিনিধি, কাজী সাংবাদিকসহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন