কমলগঞ্জের ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
কমলগঞ্জ প্রতিনিধি॥“সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তররে উদ্যাগে ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
৫ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ থেকে র্যালী বের হয়ে চৌমুহনা চত্বর ঘুরে এসে উপজেলা পরিষদ এসে জাতীয় পতাকা ও সমবায় পতাকা আনুষ্ঠানিক উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা জিতেন্দ্র সরকার এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল আলম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল হান্নান চিনু, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোশাহিদ আলী।
সিভিডিপির মাঠ সংগঠক আকরাম হোসেন ভূইয়ার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, সমবায়ী সাইফুর রহমান, কয়েস আহমদ, ওয়াকিল আহমদ, আমজাদ উল্লাহ, মনিরা বেগম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলায় ১৯২ টি সমবায় বিভাগ কর্তৃক নিবন্ধিত (সমবায় বিভাগীয়) সমিতি রয়েছে। সমিতিতে ১০ হাজার ৯৮১ জন সদস্য রয়েছেন।
মন্তব্য করুন