কমলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় বর্বরোচিত হামলা

December 14, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক বাউল শিল্পী বর্বরোচিত ও মধ্যযুগীয় হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
১২ ডিসেম্বর সোমবার দুপরে উপজেলার শমসেরনগর ইউনিয়নের হাজীপুর গ্রামে লাঘাটা ছড়া তীরবর্তী মৃত খলিলুর রহমানের পুত্র বাউল শিল্পী জসিম উদ্দিন (নাগর মিঠু)র উপর এ হামলা চালায় তার আপন বড় ভাই ও তার সন্তানেরা।
হামলায় আহত আওয়ামী বাউল শিল্পী সাংস্কৃতিক সংঘের সভাপতি নাগর মিঠু জানান, তিনি প্রায় ১০ বছর ধরে লাঘাটা ছড়ার তীরে নিজস্ব বসত ভিটায় পরিবার-পরিজনসহ বসবাস করে আসছেন । তিনি প্রতিবছর বাশঁ, গাছ দিয়ে বাধঁ দিয়ে লাঘাটার ভাঙন থেকে বসতভিটাকে রক্ষা করেন। কিন্তু তার বড় ভাই এবং তার পুত্র সহ কতিপয় বালুদস্যু তার বসত ভিটা সংলগ্ন লাঘাটা ছড়া থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করে নাগর মিঠুর বসতভিটাসহ লাঘাটার পাড়কে মারাত্মক হুমকির মুখে রাখছে। অন্যদিকে সরকারের প্রচুর রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। সোমবার সকালে নাগর মিঠু বালু উত্তোলনে প্রতিবাদ করলে তার বড় ভাই কামাল মিয়া (৬৫) এবং তার পুত্র সেলিম মিয়া (৩০) ও শামীম মিয়া (৩২), স্ত্রী জরিনা বেগম (৫০), মেয়ে পারভীন বেগম (৪০) ও শারমিন বেগম (৩০) মিলে নাগর মিঠু ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে এক পর্যায়ে মাটিতে ফেলে লাথি ঘুষি দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হামলাকারী বালুদস্যু শামীম মিয়াকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করে সে টাকা ক্ষতিপুরণ বাবদ আহত নাগর মিঠুকে প্রদান করেন। খোঁজ নিয়ে চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অভিযুক্ত শামীম মিয়ার (মোবাইলÑ০১৭৪৮৩০৮৫৮১) সাথে হামলার বিষয়ে কথা হলে তিনি বাড়ীর কাজে বালু উত্তোলন ও হামলার কথা স্বীকার করে বলেন, চাচার সাথে সামান্য ধস্তাধস্তি হয়েছে মাত্র। এ ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com