কমলগঞ্জে অবৈধভাবে বালু তোলার সময় খননযন্ত্র জব্দ

April 12, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে ধলাই নদীর পাড় থেকে ১২ এপ্রিল বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু তোলার কাজে ব্যবহৃত একটি খননযন্ত্র জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনে যুক্ত ব্যক্তিরা খননযন্ত্র ফেলে পালিয়ে যান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে, এমন তথ্য তাদের কাছে ছিল। চক্রটিকে পাকড়াও করতে বুধবার বিকাল ৪টায় বনগাঁও গ্রামে ধলাই পাড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোহাম্মদ মাহমুদুল হক। অভিযানকালে কমলগঞ্জ থানা পুলিশ ও আদমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদাল হোসেন উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী অফিসার বালু তোলার জব্দকৃত খননযন্ত্রটি আদমপুর ইউপি চেয়ারম্যানের জিম্মায় রেখে আসেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মোহাম্মদ মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com