কমলগঞ্জে অবৈধ গর্ভপাতের অভিযোগে স্বামী আটক
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে অবৈধ গর্ভপাতের ঘটনায় এলাকাবাসী লম্পট স্বামীকে আটক করে পুলিশে সৌপর্দ্দ করেছে।
এ ঘটনায় রোববার ১১ ডিসেম্বর কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
কমলগঞ্জ থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, শমশেরনগর এয়ারপোর্ট রোডের বাসিন্দা মৃতঃ ইছহাক আলীর মেয়ে হাজী উস্তারওয়ার বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীর সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তুলেছিল শিপার আহমদ(২৯)। শিপার কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা আইয়ুবুর রহমানের ছেলে। অবৈধ মিলনে ছাত্রীটি পাঁচ মাসের অন্ত:সত্বা হলে মেডিক্যাল চেকআপের নামে মৌলভীবাজার শহরে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে জোর পূর্বক গর্ভপাত ঘটায়। এরপর তার (মেয়ের) চাপে পড়ে শিপার আহমদ গত ১২ জুলাই মৌলভীবাজারে ৩ লাখ টাকার দেন মোহর উল্লেখ করে মৌলভীবাজার নোটারী পাবলিক এ্যাফিডেভিট করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারপরও শিপার স্ত্রীকে নিজ বাড়িতে তুলে না নিয়ে নানা টালবাহানা শুরু করে। নগদ অর্থের বিনিময়ে বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল জোর চেষ্টা করলেও মেয়ে পক্ষ রাজি না হয়ে রোববার ১১ ডিসেম্বর সকালে কমলগঞ্জ থানায় গর্ভ নষ্টের অভিযোগে শিপার আহমদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এলাকাবাসী অভিযুক্ত শিপার আহমদকে ধরে থানার পুলিশের কাছে স্পোর্দ করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি মামলা আকারে গ্রহন করে আটক শিপারকে গ্রেফতার দেখানো হয়েছে।
মন্তব্য করুন