কমলগঞ্জে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি॥ ২০১৭ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করার নিমিত্তে মৌলভীবাজারের কমলগঞ্জে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৯ নভেম্বর শনিবার বেলা ১১টায় উপজেলার রহিমপুরের ছয়কুট অভয়চরণ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। বিদ্যালয় পরিচালনায় কমিটির সভাপতি অশোক বিজয় দেব কানোঙ্গ কাজলের সভাপতিত্বে ও শিক্ষক মাওঃ আব্দুল হান্নানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামছুন নাহার পারভীন। আলোচনায় অংশ নেন প্রধান কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান, শিক্ষক নিহারেন্দ্র দেব, অভিভাবক সদস্য খিজির আহমেদ খান, পিটিএ সভাপতি আফজল হোসেন, শিক্ষানুরাগী সদস্য শিরিন রহমান, শিক্ষার্থী মাছুমা আক্তার, নাজমুল ইসলাম, ফারহানা তানজিম ইমা ও প্রীতি রানী দেবী প্রমুখ।
সমাবেশে ইউএনও বলেন, ইচ্ছা ও মনোবল থাকলে অনেক কিছু করা যায়। তিনি শিক্ষার্থীদের বলেন, ভালো ফলাফল করা কোন ব্যাপার না। লেখাপড়ায় মনোনিবেশন করতে হবে। বাজে চিন্তু দূর করতে হবে। এসএসসি পরীক্ষা ভালো ফলাফল করলেই জীবনের লক্ষ্য বাস্তবায়ন করা সম্ভব।
মন্তব্য করুন