কমলগঞ্জে আন্ত:প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

January 31, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ “শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা পর্যায়ের আন্ত:প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেড় শতাধিক শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
৩০ জানুয়ারি সোমবার দুপুর ২টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। সহকারী শিক্ষক সমরেন্দ্র সেন গুপ্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন সাংবাদিক আসহাবুর ইসলাম শাওন, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন, ভানুগাছ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা ছন্দা বেগম, কুমড়াকাপন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছালেহা মাহমুদ ও গোবর্ধ্বনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুজিতা রানী সিন্হা প্রমুখ।
জানা যায়, কমলগঞ্জ পৌরসভা পর্যায়ের ১০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থী আন্ত: প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ১৫১ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com