কমলগঞ্জে আশা’র উদ্যোগে মতবিনিময় সভা, স্বাস্থ্যসেবা ও ফলজ চারা বিতরণ

August 31, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র উদ্যোগে কমলগঞ্জে ২৯ আগস্ট সোমবার বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আশা’র সদস্যদের সাথে মতবিনিময় সভা, স্বাস্থ্যসেবা প্রদান ও বিনামূল্যে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। আশা কমলগঞ্জ সদর ব্রাঞ্চের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ। অনুষ্ঠান উদ্বোধন করেন আশা’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অপারেশন) ফয়জার রহমান।
আশা’র জেলা কর্মকর্তা তাজুল ইসলামের সভাপতিত্বে ও হবিগঞ্জ জোনের জোনাল ম্যানেজার সাইদুল ইসলাম চৌধুরীরর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশা’র জয়েন্ট ডিরেক্টর খন্দকার শহীদুল আলম, সহকারী পরিচালক নজর”ল ইসলাম, আঞ্চলিক কর্মকর্তা আবু সাঈদ জামাল, আশা কেন্দ্রীয় কার্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক ডা: নজর”ল ইসলাম, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, সহকারী প্রধান শিক্ষক  তাজ উদ্দিন, আশা কমলগঞ্জ সদর ব্রাঞ্চের ম্যানেজার হরলাল চক্রবর্তী, সহকারী ম্যানেজার আব্দুস সালাম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আশা’র ৫০ জন সদস্যদের মাঝে বিনামূল্যে ১০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া ২০ জন রোগীকে বিনামূল্যে ফিজিওথেরাপী প্রদান, ৩৫ জন সদস্যকে বিনামূল্যে ডায়বেটিক পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক ৫০ জন উপকারভোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করে আশা’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (অপারেশন) ফয়জার রহমান তার বক্তব্যে আশা’র নিজস্ব আর্থিক কার্যক্রমের উদ্ধৃত্ত অর্জন থেকে জনকল্যাণমুলক ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করায় আশা’র সকল কর্মসূচীর ভূয়সী প্রসংসা করেন। দিনে আশা’র এমন জনকল্যাণ মুলক ও সমাজ উন্নয়ন মূলক কার্যক্রম আরো বাড়ানোর জন্য তিনি আহব্বান করেন। আশা’র এমন উদ্যোগকে স্বাগত জানান অত্র এলাকার সচেতন মহল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com