কমলগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আচরণবিধি সম্পর্কে অবহিতকরণ সভা

April 26, 2016,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলায় আগামী ২৮ মে অনুষ্টেয় ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আচরণ বিধি সম্পর্কে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান-১) পারভীন আক্তার লিলি, ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদর”ল হাসান। সভায় নির্বাচনী আচরণ মেনে চলার বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন রিটানির্ং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, রিটানির্ং অফিসার ও উপজেলা এলজিইডি প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা শামছুদ্দীন ও রিটানির্ং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ  ফরহাদ হোসেন। অবাদ ও সুষ্ঠ নির্বাচনে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহন করবে বলে আশাবাদ প্রকাশ করে বক্তারা বলেন, এ জন্য সম্ভাব্য চেয়ারম্যান, সংরক্ষিত নারী আসনের সদস্য প্রার্থী ও সাধারন সদস্য প্রার্থীদের সহযোগিতা কামনা করা হয়। সভায় সম্ভাব্য প্রার্থীরাও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের কাছেও স্বচ্ছতা দাবী করেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com