কমলগঞ্জে ঈদে মিল্লাদুন্নবী (সা.) পালিত
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর উদ্যোগে ভানুগাছ রেলওয়ে স্টেশন একটি বিশাল জশ্নে জুলুশ বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সভাপতি মো. দুরুদ আলীর সভাপতিত্বে এবং উপজেলা ইসলামী ছাত্রসেনার সেক্রেটারী জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত এর সেক্রেটারী শিক্ষক এম, মঈনুল ইসলাম খান, মাওলানা এম, মোসাইদ আলী, মাওলানা আং মুকিত বাবুল, বড়চেগ মাদ্রাসার সুপার শেখ তাজুল ইসলাম, উপজেলা যুবসেনার সভাপতি ইজ্জাদুর রহমান সাজ্জাদ, যুবসেনা নেতা রেজাউল খলিল তরফদার, আং কাইয়ুম, সাবেক ইউপি সদস্য নুরুল হোসেন, হাজী আং হাই আলাউদ্দিন, মাওলানা আং কাইয়ুম দকাদরী, উপজেলা ছাত্রসেনা নেতা হারুনুর রশীদ প্রমুখ। বক্তারা বলেন, মহানবীর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব। তারা বলেন, ইসলাম ধর্মে সন্ত্রাসের কোনো স্থান নেই। বক্তারা কমলগঞ্জের বিভিন্ন স্থানে যাত্রার নামে হাউজি বাম্পার ও জুয়াসহ সকল অনৈসলামিক কর্মকান্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পরিবহন শ্রমিকসহ বিভিন্ন ইসলামী সংগঠনের উদ্যোগে কমলগঞ্জ সদর, শমশেরনগর, আদমপুর, মুন্সীবাজারসহ বিভিন্ন স্থানে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন