কমলগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মীদের পল্লী সঞ্চয় ব্যাংকে পদায়নের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ

September 8, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥ একটি বাড়ি একটি খামার প্রকল্প কর্মীদের পল্লী সঞ্চয় ব্যাংকে পদায়নের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে বিলুপ্ত ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত তাঁদের পল্লী সঞ্চয় ব্যাংকে পদায়নের দাবি করেছেন।
এ দাবিতে মঙ্গলবার কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পরদিন
৭ সেপ্টেম্বর বুধবার তাঁরা মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছেন। জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের সময় কমলগঞ্জ উপজেলার মাঠ সুপারভাইজার আরিফ কবির কামাল, আজিজুল হক পিপলু, মাঠ সহকারী রফিকুল ইসলাম মানিক, জুয়েল আহমদসহ মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার মাঠ সুপারভাইজার, মাঠ সহকারী, কর্মমর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে তিনটি দাবি উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো বিলুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের সব কর্মকর্তা ও কর্মচারীকে পল্লী সঞ্চয় ব্যাংকের চাকরি প্রবিধানমালা অনুযায়ী দ্রুত স্থায়ীকরণের মাধ্যমে ব্যাংকের সব সুযোগ-সুবিধা প্রদান, যাচাই-বাছাইয়ের নামে কোনো কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত না করা এবং পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা।
কমলগঞ্জ উপজেলা মাঠ সহকারী কল্যাণ পরিষদ এর নেতা রফিকুল ইসলাম মানিক বলেন, এ প্রকল্পের অধীনে কমলগঞ্জ উপজেলায় একজন শাখা ব্যবস্থাপক (সাময়িক) পদে ১ জন, ক্যাশ সহকারী পদে ১ জন, মাঠ সুপারভাইজার পদে ২ জন ও মাঠ সহকারী পদে ৮ জন কর্মরত আছেন।
জেলা মাঠ সুপারভাইজার কল্যাণ পরিষদের সভাপতি আরিফ কবির কামাল বলেন, ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রকল্পটি দেশের দু:খী ও সুবিধাবঞ্চিত মানুষের দারিদ্র্য মুক্তির সনদ হিসেবে কাজ করেছে। একই সঙ্গে অনেক বেকার যুবক কাজ করে পরিবারের হাল ধরতে সক্ষম হয়েছেন। কিন্তু প্রকল্পটির অধীনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকে আত্তীকরণ না করায় দুই মাস ধরে তাঁরা হতাশায় ভুগছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com