কমলগঞ্জে এক যোগে শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সভা
কমলগঞ্জ প্রতিনিধি॥ সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সভার অংশ হিসাবে শনিবার একযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসায় সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক সদস্য, অভিভাবকও শিক্ষক কমিটির সদস্যসহ এলাকবার গণ্যমান্য ব্যক্তিরা এসব সভায় উপস্থিত ছিলেন।
৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ, সুজা মেমোরিয়াল কলেজ, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, শমশেরনগর এ এ টি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়, পতনঊষার উচ্চ বিদ্যালয়, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়, হাজী উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়, কামুদপুর উচ্চ বিদ্যালয়, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, চিৎলিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, ইসলামপুর পিএমপি উচ্চ বিদ্যালয়, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়, কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয়, কালেঙ্গা উচ্চ বিদ্যালয়, আহমদ ইকবাল মোমোরিয়াল উচ্চ বিদ্যালয়, মাধবপুর উচ্চ বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গী ও সন্ত্রাস বিরোধী সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কামুদপুর উচ্চ বিদ্যালয়ের সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক। সভাগুলোতে ধর্মীয় দৃষ্টিতে জঙ্গীবাদ ও সন্ত্রাস সম্পর্কে বক্তব্য রাখেন মসজিদ ঈমামরা।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন সম্প্রতি দেশে যতগুলো সন্ত্রাসী হামলা হয়েছে তার সবগুলোর নেতৃত্বে ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাই সরকার উদ্যোগ নিয়েছেন জঙ্গীবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক, গন্যমান্য ব্যক্তি ও নানা পেশার মানুষদের সচেতন করে তুলে এ ব্যবস্থা গ্রহন করা হয়।
মন্তব্য করুন