কমলগঞ্জে ঐতিহ্যবাহী খুশালপুর জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন

November 17, 2024,

সালেহ আহমদ (স’লিপক) : কমলগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী খুশালপুর জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার ১৫ নভেম্বর জুমার নামাজের পূর্বে খুশালপুর জামে মসজিদে মোহাম্মদ মোজাম্মেল মিয়ার সভাপতিত্বে ও সৈয়দ খালেদ মাহমুদের পরিচালনায় বৈঠকে কমিটির প্রস্তাবনা পেশ করেন আব্দুল মতিন।

বৈঠকে সাবেক কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় এলাকার পঞ্চায়েত ও উপস্থিত মুসল্লিদের আলোচনার প্রেক্ষিতে সৈয়দ আমিরুল ইসলাম কয়ছরকে সভাপতি এবং জুবায়ের খানকে সেক্রেটারি করে ১৩ সদস্যবিশিষ্ট মসজিদ পরিচালনা কমিটি এবং ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

গঠিত মসজিদ পরিচালনা কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোজাম্মেল মিয়া, সৈয়দ জহির আলী, ফজল খান, আলতু মিয়া, সহকারী সেক্রেটারি সৈয়দ মুসলিম আলী, ক্যাশিয়ার এরশাদ মিয়া, সহকারী ক্যাশিয়ার সায়েম মিয়া, প্রচার সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী, সদস্য কাপ্তান মিয়া, সুমন মিয়া, রাজু আহমদ।

উপদেষ্টা কমিটিতে আছেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল খালিক, বৃটেন প্রবাসী কবি ও গবেষক সৈয়দ মাসুম, কামাল উদ্দিন চৌধুরী, তাজমুল মিয়া, আব্দুর রাজ্জাক, আছদ্দর আলী, সিরাজ মিয়া।

কুশালপুর জামে মসজিদ নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর জানান, নতুন আঙ্গিকে একটি দ্বিতলবিশিষ্ট দৃষ্টিনন্দন মসজিদ সম্প্রসারণ ও পুননির্মাণের কাজ চলছে। প্রতিষ্ঠাকালীন অবকাঠামোতে মুসল্লীদের জায়গা সংকোচিত হওয়ায় মসজিদের উন্নয়ন ও সম্প্রসারণে উদ্যোগ নেয়া হয়। ধর্মপ্রাণ মুসল্লী ও এলাকার পঞ্চায়েতের আন্তরিকপূর্ণ তদারকিতে মসজিদ নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com