কমলগঞ্জে কচ্ছপ উদ্ধারের পর অবমুক্ত
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে একটি কচ্ছপ উদ্ধার করে অবমুক্ত করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ। মঙ্গলবার ৩০ আগস্ট রাত ১০টায় কচ্ছপটিকে লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরিতে লেকে অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার পতনঊষার ইউনিয়নের মাইজগাঁও এলাকার তোয়াব মিয়ার বাড়ির ১০ বছরের শিশু মোয়াজ্জিন টিউবওয়েল এর পাশে কচ্ছপটিকে দেখতে পায়। পরে কচ্ছপটিকে তাদের কাছে রেখে মঙ্গলবার রাতে বনবিভাগের কাছে খবর দেওয়া হয়। বনবিভাগ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মঙ্গলবার রাত নয়টায় কচ্ছপটি উদ্ধার করে কমলগঞ্জের স্টুডেন্ট ডরমিটরি লেকে অবমুক্ত করে। এ সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্য তাজুল ইসলাম, সুব্রত সরকার ও কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. আহাদ মিয়া ও সদস্য মিনয় প্রান্ত পাল উপস্থিত ছিলেন।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, আমাদের কাছে খবর আসার সাথে সাথে কচ্ছপটি উদ্ধার করে লাউয়াছড়া স্টুডেন্ট ডরমিটরি লেকে অবমুক্ত করা হয়েছে।
মন্তব্য করুন