কমলগঞ্জে কুকুরের কামড়ে ১১ জন আহত!
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ পতনউষার ইউনিয়নে পাগলা কুকুড়ের কামড়ে ১২ জন আহত হয়েছে।
৭ মার্চ রোজ মঙ্গলবার ঘটনা হয়েছে জানা যায়। আতহরা কমলগঞ্জ উপজেলা ও মৌলভীবাজার স্বাস্থ্য কমপে¬ক্সে চিকিৎসা গ্রহন করেছেন। আহতরা হলেন রামেশ্বর পুর আলতাফ মিয়ার ছেলে বয়স ( ৬) পূর্ব বলরাম পুর সফিক মিয়ার ছেলে বয়স ( ৫)পূর্ব বলরাম পুর আব্বাস মিয়ার ছেলে বয়স (২)পশ্চিম বলরাপুর ইউনুছ মিয়ার ভাতিজি বয়স(৫) ও রসুল পুর ২জন শ্রীরাম পুর ১ জন আর ৫ জনসহ বিভিন্ন স্থানে মোট ১১ জন আহত হয়েছে বলে জানা যায়। এ ছাড়া মাঠে কয়েকটি গবাদী পশু পাগলা পুকুরে কামড়ে হতে রেহাই পায়নি। এ অবস্থায় খবর নিয়ে জানা যায় এলাকার অনেক পরিবার গরীব তাদের পক্ষে চিকিৎসা ব্যায়বহুল,চলিয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা,তাই এ বিষয়ে উর্ধ্ধতম কর্মকর্তার দূষ্টি দেয়র জন্য এলাবাসীর প্রতিটি মানুষের দাবী।আহতদের পরিবারের জনাব সফিক আহমদ জনান চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে উনার বাচ্চাকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার চিকিৎসা করতে সময় লাগবে সাথে ৩০০০ হাজার টাকা মেডিসিন দেন যা উনার পক্ষে কষ্ট সাধ্য।এলাকার ব্যবসায়ী জুনেদ আহমদ জানান কুকুর নিধন বন্ধ হওয়ার কারণে এলাকায় ব্যাপক হারে বেওয়ারিশ কুকুড়ের সংখ্যা দিন দিন বাড়ছে। কুকুড়ের সংখ্যা বাড়ার সাথে সাথে প্রায়ই কুকুড়ের কামড়ে আহত হওয়ার ঘটনা ঘটছে। এতেকরে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত বেওয়ারিশ কুকুড় নিধন ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।
মন্তব্য করুন