কমলগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে (২০২৪-২৫) অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-১ মৌসুমে আউশ (উফশী) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
মঙ্গলবার ২২ এপ্রিল বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো.আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম ও উপকারভোগী কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় কমলগঞ্জ উপজেলার ৪হাজার দুইশত জন কৃষককে ৫ কেজি আউসের বীজ, ১০ কেজি ডিএমপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
মন্তব্য করুন