কমলগঞ্জে কৃষক সংগ্রাম সমিতির কর্মী সভা
কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে কৃষক সংগ্রাম সমিতির মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ২৬ অক্টোবর বেলা ১১টায় শমশেরনগর বিমান বন্দর সড়কে কৃষক সংগ্রাম সমিতির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কৃষক সংগ্রাম সমিতির সদস্য রমজান আলীর সঞ্চালনায় জেলা কমিটির আহবায়ক ডা: অবনী শর্ম্মার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শাহজাহান কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্রেন ইউনিয়ন সংগেল জেলা কমিটির সভাপতি নুরুল মোহাইমিন (মিল্টন), ট্রেড ইউনিয়ন জেলা কমিটির সাধারন সম্পাদক রজত বিশ্বাস, ধ্রুবতারা সাংস্কৃতিক সংঘের জেলা কমিটির সাধারন সম্পাদক অমলেশ শর্ম্মা।
কর্মী সভায় আলোচকরা সরকারের কাছে দাবী জানিয়ে বলেন, কৃষকদের কথা ভেবে সার, ডিজেল, কীটনাশকের দাম কমাতে হবে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতা দূর করতে হবে। বিদ্যুতের দাম কমাতে হবে। দেশের নদ-নদীগুলো খননের জন্য ৭ দফা দাবিতে সভা, সমাবেশ, মিছিল ও দেশব্যাপী একযোগে সরকারী কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হবে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে দেশব্যাপী কর্মসুচির অংশ হিসাবে হাট সভা, পথ সভা ও জন সভা করা হবে। ১৪ নভেম্বর জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে।
মন্তব্য করুন