কমলগঞ্জে কৃষি জমির মাটি বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

February 20, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে কৃষি জমি থেকে মাটি বিক্রির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।  বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কমলগঞ্জ থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি করেন সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু।

হুমকিদাতা মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপার গ্রামের হায়দর মিয়ার ছেলে আবুস সামাদ মাহির (৩০)। সে বর্তমানে ই্উনাইটেড আরব আমিরাত (দুবাই ) অবস্থান করছে। তার ফেইসবুক আইডি আব্দুস সামাদ মাহির https://www.facebook.com/profile.php?id=100068395219057&sk=friends

থানায় জিডি সুত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি রাত ৬টা ১৫মিনিটের সময় ভিন্ন ভিন্ন সময়ে অনফঁং ঝধসধফ গধযর নামের (ফেইসবুক)-আইডি থেকে আমিও আমার সহ্কর্মীর স্থিরচিত্র পোষ্ট করিয়া আমাকে কটূক্তি করে ও অশ্লীল ভাষায় লেখালেখি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস প্রদান করে। যাহার কারণে আমিও আমার সহ্কর্মীরা সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন সহ বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন হয়েছি। আমি অনফঁং ঝধসধফ গধযরৎ নামের (ফেইসবুক) আইডি থেকে পোষ্ট করা স্ট্যাটাস এর স্ক্রীনশর্ট সংগ্রহ করি। বিষয়টি আমি আমার পরিবারের সদস্যসহ আমার নিকটাত্মীয় স্বজনদের অবগত করিলে তাহারা আমাকে থানায় ডায়রী করার পরামর্শ দেন।

সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু বলেন, ‘থানায় সাধারণ ডায়রির পর জানতে পারলাম, আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও মোবাইলে হুমকি দাতা আমার নিজ উপজেলার মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপার গ্রামের হায়দর মিয়ার ছেলে আবুস সামাদ মাহির। সে বর্তমানে ই্উনাইটেড আরব আমিরাত এ ( দুবাই ) অবস্থান করছে।

তিনি আরও বলেন, কিছু দিন পূর্বে অবৈধ ভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করছে আব্দুস সামাদ মাহির এর বড় ভাই জমসেদ মিয়া। এমন অভিযোগের সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ডি এম সাদিক আল সাফিন এর সাথে আমরা কয়েকজন সংবাদকর্মী যাই। সেখানে মাটি বুজাই ট্রাক পাই। কিন্তু প্রশাসনের উপস্থিতি টেরপেয়ে গাড়ি রেখে পালিয়ে যায় গাড়ির ড্রাইভার। তখন সহকারী কমিশনার ভূমি গাড়ির যন্ত্র্ংাশ নিয়ে চলে আসেন।

এ বিষয়ে সংবাদ প্রকাশের পর আমাকে আব্দুস সামাদ মাহির বিদেশ থেকে আমাকে ফেইসবুকের মাধ্যমে বাজে কমেন্ট করে ও মেসিঞ্জারে ফোনে প্রাণ নাশের হুমকি দেয়। পরে আমার প্রফাইল থেকে প্রেসক্লাব এর ছবি ও আমার পরিবারের ছোট ছোট বাচ্চাদের ছবির সাথে বিভিন্ন ছবি সংযুক্ত করে ফেসবুকে পুষ্ট করে সহকর্মী আমার পরিবারের মান খুন্ন করেছে। এ অবস্থায় সাংবাদিক এম এ ওয়াহিদ রুলু ও তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

তবে বিষয়টি সমাধানের জন্য কমলগঞ্জ উপজেলার জামায়াতের আমির মো. মাসুক মিয়া ও ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ- সভাপতি মামুনুর রশীদ চেষ্টা করে ব্যর্থহন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ডি এম সাদিক আল শাফিন বলেন, ‘জমসেদ মিয়া একজন ভূমি দস্যু প্রতিদিন তার বিরুদ্ধে ফোন আসে। সে অনেক দিন থেকে বেআইনি ভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করেছে। আমি গত ১১ ফেব্রুয়ারি উপজেলার মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপার এলাকায় অভিযান পরিচালনা করে তার ডায়না গাড়ির ব্যাটারী ও সেল্ফ নিয়ে আসি। এসময় গাড়ি রেখে ড্রাইভার পালিয়ে যায়।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখোর হোসেন জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com