কমলগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারটি লোক চক্ষুর আড়ালে
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারটি সাইন বোর্ড, বিলবোর্ড আর ব্যানার ফেষ্টুন টাঙ্গানোর কারনে লোক চক্ষুর আড়ালে পড়ে রয়েছে।
জানা যায়, কমলগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারটি কমলগঞ্জ উপজেলার প্রসাশনিক ভবনের বাউন্ডারীর ভেতরে স্থাপিত প্রসাশনিক ভবন থেকে প্রায় আড়াইশ গজ দক্ষিণে ও পুলিশ প্রসাশনিক ভবন থেকে প্রায় ৪শ গজ পূর্বে কেন্দ্রীয় শহীদ মিনারটি অবস্থিত। প্রতিটি জাতীয় দিবসের প্রধান কার্যক্রম এখানেই পালন করা হয়। কিন্তু দীর্ঘদিন যাবৎ এই কেন্দ্রীয় শহীদ মিনারটির সম্মুখে বাউন্ডারী দেয়াল ঁেঘষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের
নেতাকর্মীর নামে বিল বোর্ড, ব্যানার, ফেষ্টুন টাঙ্গিয়ে রেখে শহীদ মিনারটি মূল বেদিটি লোক চক্ষুর আড়াল করে রেখেছে। যার দরুন এখন সড়কের পার্শ্বদিয়ে চলার সময় শহীদ মিনারটি দৃশ্যমান হয়না। যা নিয়ে সচেতন নাগরিকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে প্রসাশন কি এই দৃশ্যটি অবহেলায় নাকি ইচ্ছা করেই দেখছেই না ?
কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারটি সাইনবোর্ড, বিলবোর্ডের কারণে লোকচক্ষুর আড়ালে থাকার কথা স্বীকার বলেন, বিষয়টি উপজেলা প্রশাসন দেখভাল করে থাকেন।
এ ব্যাপারে জানতে চাইলে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক বলেন, শীঘ্রই এসব সাইনবোর্ড, বিলবোর্ডগুলো অপসারন করা হবে।
মন্তব্য করুন