কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত বোরো চাষীদের মাঝে প্রবাসী মুক্তিযোদ্ধার ত্রাণ বিতরণ

April 29, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে দফায় দফায়  ক্ষতিগ্রস্ত বোরো চাষীদের মাঝে যুক্তরাষ্ট্র প্রবাসী এক মুক্তিযোদ্ধা ত্রাণ হিসাবে শুকেনা খাবার বিতরণ করেন।

২৯ এপ্রিল শনিবার বিকাল পাঁচটায় কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের ধোপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব ত্রাণ বিতরণ করা হয়।

এক মাসে কয়েক দফা টানা বৃষ্টিতে সৃষ্ট প্লাবনে পতনউষার ইউনিয়নের কেওলার হাওর সংলগ্ন বোরো চাষীদের রোপিত বোরো ফসল সম্পূর্ণরুপে বিনষ্ট হয়ে গেছে। এ এলাকার চাষীরা সাধারনত বোরো নির্ভর বলে রোপিত বোরো ফসল হারিয়ে চাষীরা দিশেহারা হয়ে পড়েন। উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদের মাধ্যমে পতনউষার ইউনিয়নের ক্ষতিগ্রস্ত চাষীদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হলেও প্রকৃত অনেক ক্ষতিগ্রস্ত চাষী সহায়তা পায়নি বলে অভিযোগ উঠেছিল। এ অবস্থায় শ্রীমঙ্গলস্থ যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুন শনিবার বিকালে নিজে এসে পতনউষার ইউনিয়নের অসহায় ১৫০ জন বোরো চাষীর মাঝে  ত্রাণ হিসাবে চিড়া, মুড়ি ও গুড় বিতরণ করেন।

অনানুষ্ঠানিকতার মাঝেও ত্রাণ বিতরণকালে মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুন বলেন, সমাজে অনেক বিত্তশালী রয়েছেন তারা চাইলে অসহায় এসব গরীব বোরো চাষীদের পাশে এসে দাঁড়াতে পারেন। অসহায় চাষীদের পাশে দাঁড়ানোর জন্যই সামান্য শুকনো ত্রাণ নিয়ে নিজে এসে বিতরণ করেছেন। তিনি আরও বলেন, প্রয়োজনে আবারও এসব চাষীদের পাশে এসে দাঁড়াবেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com