কমলগঞ্জে গণহত্যা দিবসপালিত
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস ঘোষনার দাবী জানান।
২৫ মার্চ শনিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
উপজেলা স্কাউটস কমিশনার মোশাহীদ আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) রফিকুল আলম, উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, প্রধান শিক্ষক মো. হুমাযূন কবির, রনেন্দ্র কুমার দেব, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ সম্পাদক মো. সানোয়ার হোসেন, জেলা যুবলীগ সদস্য মো, আব্দুল বাছিত, উপজেলা যুবলীগ সম্পাদক মোশাহিদ আলী, প্রধান শিক্ষক গাজী সালাহউদ্দিন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সম্পাদক ফয়সল আল কয়েছ চৌধুরী, উপজেলা ছাত্রলীগ সম্পাদক সাকের আলী সজীব, পৌর ছাত্রলীগ সভাপতি মিনহাজ নাসির প্রমুখ।
মন্তব্য করুন