কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক প্রতিবন্ধির আত্মহত্যা ॥ একই দিনে একই চা বাগানে নারীসহ চারজনের মৃত্যু
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে গলায় ফাঁস দিয়ে গোপাল রবিদাস (৩২) নামের এক প্রতিবন্ধী মারা যায়। একই দিনে শমশেরনগর চা বাগানে এক নারীসহ আরো তিনজন মারা যায়। বৃহস্পতিবার ১৯ মে শমশেরনগর চা বাগান ও ফাঁড়ি বাগান দেওছড়ায় এসব ঘটনা ঘটে।
শমশেরনগর চা বাগান সূত্রে জানা যায়, এ চা বাগানের রবিদাস শ্রমিক বস্তিতে গোপাল রবিদাস (৩২) নামের এক প্রতিবন্ধী বৃহস্পতিবার বেলা দুইটায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকাল নয়টায় বড় লাইন শ্রমিক বস্তির মেনকা বাউরী (৭০) নামের এক বৃদ্ধা জ্বরে আক্রান্ত হয়ে মারা যান। বেলা ১২টায় একই শ্রমিক বস্তির সুদর্শন গোয়ালা (৬০) নামের এক বৃদ্ধ হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অন্য দিকে বুধবার ১৮ মে রাত ১২টায় ফাঁড়ি বাগান দেওছড়া চা বাগানের মোহন ছত্রী (১১০) নামের এক বৃদ্ধ বার্ধক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন।
শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ একই চা বাগানে নারীসহ চারজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, গোপাল রবিদাস একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন। মেনেকা বাউরী জ্বরে আক্রান্ত হয়ে, সুদর্শণ গোয়ালা হৃদ রোগে আক্রান্ত হয়ে আর মোহন ছত্রী বার্ধক্য জনিত কারণে মারা গেছেন।
মন্তব্য করুন