কমলগঞ্জে গাছের ডালে ঝুলন্ত নিখোঁজ চা শ্রমিকের লাশ উদ্ধার

April 18, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ নিখোঁজের একদিন পর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের শ্রমিক সজল বাউরী (৩৮)। মঙ্গলবার (১৮ এপ্রিল) চা বাগানের ভিতরের একটি লেকের (হ্রদ) পারে গাছের ডালে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির গবাদি পশুর জন্য গাস কাটতে চা বাগানের প্লান্টেশন এলাকায় যাওয়ার পর সোমবার ১৭ এপ্রিল বিকালে থেকে নিখোঁজ ছিল ওই চা শ্রমিক।
শমশেরনগর চা বাগান সূত্রে জানা যায়, আদমটিলা শ্রমিক বস্তির মৃত সুরেশ বাউরীর ছেলে তিন সন্তানের জনক চা শ্রমিক সজল বাউরী (৩৮) সোমবার বিকালে ঘাস কাটতে চা বাগানে প্লান্টেশন এলাকায় প্রবেশ করেছিল। এর পর থেকে সে আর বাড়ি ফিরেনি।
১৭ এপ্রিল সোমবার রাত ১২টা পর্যন্ত চা বাগানের বিভিন্ন এলাকায় খোঁজ করেও তাকে (সজলকে) পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে চা পাতা উত্তোলন করে গিয়ে গিয়ে সকাল সোয়া ১০টায় শমশেরনগর চা বাগানের লেক (হ্রদ) সংলগ্ন একটি গাছের ডালে লাল রংয়ের গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় সজলের লাশ পাওয়া যায়। ঘটনার খবর শুনে সাধারন চা শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করে।
শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুয়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়ে লাশ উদ্ধারে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। ইউপি চেয়ারম্যান এটি হত্যা না আত্মহত্যা এ সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে সাধারন চা শ্রমিকদের মাঝে গুঞ্জন শুনা গেছে পারিবারিক কোন এক সমস্যায় এ ঘটনাটি ঘটতে পারে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাসির উদ্দীন গাছের ডালে নিখোঁজ চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু দায়ের করা হবে বলে পরিদর্শক নাসির উদ্দীন জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com