কমলগঞ্জে গুড নেইবারস এর গুড ড্যাডি ক্যাম্পেইন
কমলগঞ্জ প্রতিনিধি॥ বাল্য বিবাহ প্রতিরোধে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইর্বাস বাংলাদেশ এর উদ্যোগে গুড ড্যাডি ক্যাম্পেইন নামে এক ব্যতিক্রমী বাবা সমাবেশের আয়োজন করেছে। ১৩ জুন সোমবার বিকাল ৪টায় তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় হলরুমে গুড নেইর্বাস মৌলভীবাজার সিডিপি আয়োজিত গুড ড্যাডি ক্যাম্পেইনে শতাধিক বাবা ও মেয়ে অংশগ্রহণ করেন।
সংস্থার মৌলভীবাজার সিডিপির প্রকল্প ব্যবস্থাপক রিমো রনি হালদারের সভাপতিত্বে এবং শিক্ষক সুব্রত দাস ও সুরচন্দ্র সিন্হার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান। গেস্ট অব অনার হিসাবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুড নেইর্বাস বাংলাদেশ-এর এসএসডি টিম লিডার কিলিয়ন কিশোর দাস, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম,এ,ওয়াহিদ রুলু, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, গুড নেইর্বাস পরিচালিত একে বাংলা স্কুলের এসএমসি সদস্য শিক্ষক আব্দুল বশির, আব্দুল মোমিন প্রমুখ। ক্যাম্পেইনে বাল্য বিবাহ প্রতিরোধে ও কন্যাদের শিক্ষিত ও স্বাবলম্বী করতে বাবাদের শপথ পাঠ করান একে বাংলা স্কুলের এসএমসি সভানেত্রী গুলনাহার বেগম। অনুষ্ঠানে রচনা প্রতিযোগীতায় উত্তীর্ণ তিন জনকে পুরুস্কার প্রদান করা হয়। সবশেষে বাল্যবিবাহ ভিত্তিক একটি নাটিকা পরিবেশিত হয়।
মন্তব্য করুন