কমলগঞ্জে গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে বিশ্ব শিশু দিবস পালিত
কমলগঞ্জ প্রতিনিধি॥ র্যালী, শিশু সমাবেশ ও সাস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নয়াপত্তন এলাকায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি এর উদ্যোগে বিশ্ব শিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ২০ নভেম্বর রোববার বিকাল ৩টায় নয়াপত্তনস্থ এ, কে, বাংলা স্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে স্কুল প্রাঙ্গণে আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথি ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান মো. আবদাল হোসেন।
গুড নেইবারস বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি’র ব্যবস্থাপক রিমো রনি হালদারের সভাপতিত্বে এবং অফিসার (ই/পি) মর্নিংটন মূ ও এ, কে, বাংলা স্কুলের শিক্ষক মি: সুব্রত দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, ইটিভি মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, সমকাল প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথ, ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইমীন মিল্টন, আমাদের সময় প্রতিনিধি শাব্বির এলাহী, সিপিসি কমিটির সদস্য শিক্ষক মো. আব্দুল বশির, এ, কে, বাংলা স্কুলের শিক্ষক মি: সুরতচন্দ্র সিংহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আজকের শিশুদের হাতেই ন্যস্ত হবে আগামী দিনের নেতৃত্ব। শিশুদের পরিপূর্ণ বিকাশের লক্ষ্যে তাদের মধ্যে শৈশব থেকেই দেশপ্রেম ও মানবিক গুণাবলির উন্মেষ ঘটাতে হবে। শিশুর অধিকার বাস্তবায়নে মা-বাবা, পরিবার ও সমাজের সবার ভূমিকা অপরিসীম। সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসহ সচেতন নাগরিককে শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা বলেন, শিশুরা সবার মাঝে ভালো থাকবে, তারা দেশ-সমাজ ও পরিবারে আশার আলো জ্বালাবে।
পরে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্তব্য করুন