কমলগঞ্জে চাচাতো ভাইয়রে বরিুদ্ধে চাঁদা দাবরি অভযিোগ ॥ থানায় জিডি

September 10, 2016,

কমলগঞ্জ প্রতনিধি॥ অসুস্থতার জন্য চকিৎিসা গ্রহণে জমি বক্রিি করার পর চাচাতো ভাইয়রে কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করার অভযিোগ পাওয়া গছে। চাঁদা দাবরি অভযিোগে চাচাতো ভাই কমলগঞ্জ থানায় সাধারণ ডায়রেী করছেনে। আদালত এ বষিয়ে নয়িমতি মামলা দায়রেরে নর্দিশেনা দয়িছেনে। তবে অভযিুক্ত আজমল খান চাঁদা দাবরি অভযিোগটি সঠকি নয় বলে দাবি করছেনে। উপজলোর পতনউষার ইউনয়িনরে পতনউষার গ্রামরে সাবকে ইউপি সদস্য কবরি আহমদ খানকে তার চাচাতো ভাই আজমল হোসনে খান র্কতৃক চাঁদা দাবি করে হুমকি প্রদানরে অভযিোগ উঠছে।ে
জানা যায়, কবরি আহমদ খান কডিনী ও লভিার রোগে আক্রান্ত হয়ে চকিৎিসার জন্য নজিরে জমজিমা বক্রিি করে চকিৎিসা গ্রহন করছনে। জমি বক্রিি করে টাকা গ্রহন করার পর থকেে চাচাতো ভাই আজমল খান জমি বক্রিরি টাকা থকেে দুই লাখ টাকা চাঁদা দাবি করনে। জমি বক্রিি করে প্রচুর টাকা পয়েছেো তাই চাচাতো ভাই হসিাবে তাকে টাকা দতিে হবে বলে হুমকি দনে আজমল খান। টাকা না দলিে তাকে প্রাণ নাশরেও হুমকি দনে। এ ঘটনার পর থকেে অসুস্থ্য কবরি আহমদ খান  ২৪ আগষ্ট থানায় জডিি দায়রে করনে। নাম প্রকাশে অনচ্ছিুক গ্রামবাসী বলনে, উভয় আত্মীয় হলওে আজমল খান খুবই দুষ্ট প্রকৃতরি। শুধু চাচাতো ভাই সাবকে ইউপি সদস্য অসুস্থ কবরি আহমদ খান নাজহোল ও হুমকরি শকিার নন।
অভযিোগকারী কবরি আহমদ খান বলনে, তার বাপ দাদার কোন জমি বক্রিি না করে নজিরে ক্রয়কৃত জমি ও স্ত্রীর কাবনিরে জমি বক্রিি করে চকিৎিসা করছনে। এই টাকা থকেওে আজমল খান দুই লাখ টাকা দতিে হবে বলে অন্যায় আবদার কর।ে টাকা দতিে পারবো না জানালওে মারা যাবার আগ র্পযন্ত দখেে নবোর হুমকি দয়ে। ফলে তনিি মানসকিভাবে অসুস্থ হয়ে পড়নে এবং বাধ্য হয়ে থানায় জডিি করনে।
তবে অভযিুক্ত আজমল হোসনে খান বলনে, তনিি কবরি আহমদ খানকে চাঁদা দাবি করে কোন হুমকি দনেন।ি অভযিোগটি ভত্তিহিীন দাবি করে বলনে, গ্রামরে একটি রাস্তা দখল করে বসতঘর নর্মিাণরে চষ্টোর উপর তনিি বভিন্নি দপ্তরে একটি অভযিোগ করছেনে।
তদন্তকারী র্কমর্কতা শমশরেনগর পুলশি ফাঁড়রি এএসআই আয়াছ আহমদ বলনে, তদন্তকালে অভযিোগরে সত্যতা পয়েে পরর্বতী পদক্ষপে গ্রহনে আদালতরে অনুমতি র্প্রাথনা করা হয়। আদালত এ ঘটনায় নয়িমতি মামলা গ্রহনরে অনুমতি প্রদান করছেে বলওে তনিি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com