কমলগঞ্জে ছাত্রলীগের সাবেক সভাপতি রিপুল ও যুবলীগ নেতা শিপন গ্রেপ্তার
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল (৩৫) ও মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য, পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি ও যুবলীগ নেতা দেবাশীষ চক্রবর্তী শিপন (৪২)কে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার ৩ এপ্রিল ভোররাতে উপজেলার পতনঊষার ইউনিয়নের ধোপাটিলা এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল ও মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাসা থেকে মাধবপুর ইউনিয়ন পরিষদের সদস্য, যুবলীগ নেতা দেবাশীষ চক্রবর্তী শিপনকে আটক করা হয়।
আটককৃত রাহাত ইমতিয়াজ রিপুল উপজেলার নছরতপুর এলাকার মৃত সাজ্জাদ হোসেন এর ছেলে ও দেবাশীষ চক্রবর্তী শিপন পাত্রখোলা চা বাগান এলাকার মৃত রমেশ চক্রবর্তীর ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, আটককৃতরা কমলগঞ্জ থানার মামলা নং-৫ এবং ৬ এর এজাহারভূক্ত আসামী। তিনি জানান, পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
মন্তব্য করুন