কমলগঞ্জে জাতীয় শিশুকিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

December 12, 2024,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সকাল ১০ ঘটিকা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ইকবাল হোসেন চৌধুরী’র সভাপতিত্বে ও মডেল কেয়ারটেকার মাওলানা আবু খয়ের’র সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক শব্দচর সম্পাদক কবি আবদুল হাই ইদ্রিছী, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা এনাম উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জালাল উদ্দিন চৌধুরী, মাওলানা আবুল খায়ের, মাওলানা আলী আমজদ, মাওলানা আবু বকর প্রমুখ। আয়োজিত এ প্রতিযোগিতায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com