কমলগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা ও শিক্ষা মেলা অনুষ্ঠিত
কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের আলোচনা সভা ও শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ‘শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়ব’-এ শ্লোগানকে প্রতিপাদ্য করে
২ ফেব্রুয়ারি বৃহষ্পতিবার বিকেল ৩টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা ও দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোশাহীদ আলী ও সহকারী শিক্ষক সঞ্জয় কান্তি দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য অধ্যাপক রফিকুর রহমান, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ। আলোচনা সভা শেষে শিক্ষা উপকরণ মেলায় স্থাপিত স্টলগুলোর মধ্যে কমললগঞ্জ সদর ক্লাষ্টার (পালকী ষ্টল) প্রথম, রানীরবাজার ক্লাষ্টার (বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ষ্টল) দ্বিতীয় ও আদমপুর ক্লাষ্টার হামহাম ষ্টল)কে তৃতীয় পুরস্কার দেওয়া হয়। এছাড়া চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উর্ত্তীর্ণ ১০ জন কৃতি শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়।
মেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন। এর আগে প্রধান অতিথি ফিতা কেটে মেলার উদ্ভোধন করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষা বিস্তারের লক্ষ্যে ব্যাপক কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। আজকের শিশুরাই পারে আগামী দিনে শিক্ষার আলো জ্বালিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে। তারা আরও বলেন, শিক্ষকরা হলেন সমগ্র শিক্ষার মুল ভিত্তি। তাই শিক্ষকরাই পারে যথাযথ পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলতে।
মন্তব্য করুন