কমলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ পালন
কমলগঞ্জ প্রতিনিধি॥ “জল আছে যেখানে, মাছচাষ সেখানে” এই প্রতিপ্রাদ্য বিষয় নিয়ে কমলগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ২০ জুলাই সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল। প্রধান শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোশাহিদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সানোয়ার হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, সাংবাদিক শাব্বির এলাহী, প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন, এনজিও প্রতিনিধি আরিফুজ্জামান, মৎস্য চাষী মহিউদ্দিন আহমদ, মাওঃ নুরুল ইসলাম জিহাদী ও রাজেন্দ্র কুমার সিনহা প্রমুখ। পরে উপজেলা পরিষদের সম্মুখে মাছের পোনা অবমুক্ত করা হয়।
মন্তব্য করুন