কমলগঞ্জে জাতীয় শোক দিবস পালন

August 16, 2016,

কমলগঞ্জ প্রতিনিধি॥  যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৬ পালিত হয়েছে। কর্মসূচীর মধ্য ছিল র‌্যালী, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান। উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগষ্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয় শোক র‌্যালী। র‌্যালী শেষে জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমের সঞ্চালনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, প্রেসক্লাব সম্পাদক শাহীন আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সানোয়ার হোসেন, প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, প্রধান শিক্ষক হুমায়ুন কবীর প্রমুখ। পরে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং ১৫ আগষ্ট নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠান পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এছাড়া কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com