কমলগঞ্জে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট কর্তৃক ৩০০ দরিদ্র লোকদের মধ্যে শীতবস্ত্র (লেপ) বিতরণ
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট এর চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমেদ, তাঁর পরিবার ও পারিবারীক বন্ধু কর্তৃক প্রায় ৩০০ জন দরিদ্র লোকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে।
শনিবার ২৮ জানুয়ারি দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর শাহী ঈদগাহ্ ময়দানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতবস্ত্র (লেপ) বিতরণ করেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি।
জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট এর আয়োজনে ট্রাষ্ট এর প্রধান সমন্বয়কারী ইমতিয়াজ আহমেদ বুলবুল সভাপতিত্বে ও যুবলীগ নেতা আবুল বশর জিল্লুলের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য সেলিম আহমদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি (স্বর্ণপদকপ্রাপ্ত) চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, কমলগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান মিঞা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক হারুনুর রশীদ ভূঁইয়া, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক প্রভাষক মো. আব্দুল আহাদ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাধারণ সম্পাদক শাহীন আহমদ, রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তাক আহমেদ খোকন, সাধারণ সম্পাদক দীপেন্দ্র কুমার রায় (দিপু), স্থানীয় ইউপি সদস্য মাইদুল ইসলাম কাবুল প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ৩০০ দরিদ্র লোকদের মধ্যে শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়। উল্লেখ্য, জুবেদা খাতুন ফাউন্ডেশন ট্রাষ্ট এর চেয়ারম্যান ফারুক আহমেদ যুক্তরাজ্য প্রবাসী হয়েও বিভিন্ন সময়ে এলাকার জন্য বিভিন্ন ভাবে সহায়তা করে থাকেন। তিনি শারদীয় দূর্গোৎসব, পবিত্র ঈদ, গরীব শিক্ষার্থীসহ বিভিন্ন মসজিদ, মন্দির ও অসহায় মানুষের মধ্যে সহায়তা প্রদান করে থাকেন।
মন্তব্য করুন