(ভিডিওসহ) কমলগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে প্রচারে ব্যস্ত প্রার্থীরা
প্রনীত রঞ্জন দেবনাথ॥ আগামি ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকেক সামনে রেখে ৭নং ওয়ার্ডের (কমলগঞ্জ উপজেলা) সাধারণ সদস্যরা শেষমুহুর্তের প্রচার প্রচারণায় প্রচারে ব্যস্ত সময় পার করছেন। কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এ ওয়ার্ডে সদস্য পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। সদস্য পদে কমলগঞ্জ উপজেলা থেকে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীরা হলেন- মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন (তালা), বিকাশ চন্দ্র পাল (হাতি), মো. তোফায়েল করিম চৌধুরী রুমেল (অটোরিকশা) ও মো. মবশ্বির আলী (টিউবওয়েল)। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য আসেন প্রতিদ্বন্দিতা করছেন মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সংরক্ষিত সদস্য তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি (বই) ও হেলেনা চৌধুরী (বল)।
নির্বাচনে কমলগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদ, ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ১৩৩ জন জনপ্রতিনিধি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট প্রদান করবেন।
সরেজমিনে উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদে দেখা যায়, প্রার্থীদের পোস্টারে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন ছেয়ে গেছে। প্রার্থীরা ভোটারদের সাথে মতবিনিময় করে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। তবে জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নৌকার প্রার্থী চেয়ারম্যান আলহাজ¦ মিছবাউর রহমান নির্বাচিত হওয়ায় ভোটারদের মধ্যে অনেকটা আগ্রহ কম।
মন্তব্য করুন