কমলগঞ্জে তিনদিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন
কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন এর আয়োজনে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা-২০১৭ এর উদ্বোধন হয়েছে। মেলা উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বিশাল র্যালী বের হয়। র্যালীটি উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদের সামনে এসে শেষ হয়। পরে বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্টানিকভাবে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। উপজেলা নির্বাহী নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপত্বিতে ও জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, কমলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু প্রমুখ। মেলায় মোট ৪০টি স্টল অংশ নিয়েছে। স্টলে সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকান্ডের তথ্য ও পরিসংখ্যান এবং ভিডিও প্রচার করা হয়। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন