কমলগঞ্জে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিএনপি’র কেন্দ্রীয় নেতার প্রচারণার অভিযোগ
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর প্রচারনার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ২৪ মে রাত ৯টায় ভানুগাছ বাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কমলগঞ্জ সদর ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া শফি বলেন, আমি কমলগঞ্জ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির একক প্রার্থী। আমার বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), স্থানীয় বিএনপি নেতা সিরাজুল ইসলাম, আবুল হোসেন সহ কিছু দায়িত্বশীল নেতা দলীয় প্রার্থীর বিপক্ষে প্রকাশ্যে মাঠে নেমে প্রচারনা করছেন। দলীয় প্রার্থীর বিপক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতা হাজী মুজিব সহ অনেকের নির্বাচনী প্রচারণা চালানোর বিষয়টি সকলের নজরে রয়েছে। পরবর্তীতে দলীয় শৃংখলা ভঙ্গকারী নেতাদের বিরুদ্ধে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করে অভিযোগ করা হবে। আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তারা উঠে পড়ে লেগেছেন। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামীলীগ সমর্থকরা বিভিন্ন স্থানে আমার সমর্থকদের নানাভাবে হুমকি দিচ্ছে। সরইবাড়ি, বাদে উবাহাটা, বাগমারা সহ বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুৎকে ইস্যু করে ফায়দা হাসিল করতে মরিয়া হয়ে উঠেছে।
বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া শফি বলেন, সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে ইনশাল্লাহ আমি বিপুল ভোটে বিজয়ী হব। জনগনই আমার শক্তি।
মন্তব্য করুন