কমলগঞ্জে দিনব্যাপী বইমেলা ও পদক প্রদান

February 22, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বইমেলা ও পদক বিতরণ-২০১৭ সম্পন্ন হয়েছে। বইমেলাটি ভাষাসৈনিক ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত জননেতা মোহাম্মদ ইলিয়াছ এর নামে উৎসর্গ করা হয়েছে। “এসো বই পড়ি, আলোকিত হই” এ শ্লোগানে ঋদ্ধ হয়ে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে শমশেরনগর সাহিত্যাঙ্গন স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করে শমশেরনগর নগর বইমেলা ২০১৭। এটি তাদের তৃতীয় আয়োজন।
২১ ফেব্রুয়ারী মঙ্গলবার মেলা সকাল ৯ ঘটিকা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত চলে। বইমেলায় মোট দশটি স্টল অংশগ্রহণ করে। বইমেলায় ছড়া, কবিতা, আবৃত্তি ও গানের মাধ্যমে অমর একুশে বন্দনার পাশাপাশি প্রতীকী ভাষা প্রতিযোগের আয়োজন করা হয়। এতে বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি, সংস্কৃত, মণিপুরী, খাসিয়া, ভোজপুরি, গারো, ত্রিপুরা, তেলেগু, রেলি, উড়িয়া, সাওতাল ও সাদনা ইত্যাদি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিযোগীরা তাদের মাতৃভাষায় অমর একুশে বাণী-বন্দনা করে। বইমেলার উল্লেখযোগ্য আয়োজন ছিলো গুণিজন সংবর্ধনা।

 

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচজনকে ‘শমশেরনগর পদক’-এ ভূষিত করা হয়। সাহিত্যে-শহীদ সাগ্নিক, শিক্ষাক্ষেত্রে-সিতারা বানু (মরণোত্তার), ক্রীড়াক্ষেত্রে-মো. আব্দুল বাছিত (মরণোত্তর), সংস্কৃতিতে-(নাটক) জয়ন্ত পাল ও ভাষা সৈনিক মফিজ আলীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
প্রভাষক শাহাজান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, লেখক-গবেষক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রসময় মোহান্ত, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, মহিলা সদস্যা রেজুওয়ানা তফাদার সুমী, লোক সাহিত্যিক মাহফুজুর রহমান, লেখক-গবেষক আহমদ সিরাজ, কবি শহীদ সাগ্নিক, সমাজসেবক আব্দুল হান্নান চিনু, সাংবাদিক নুরুল মোহাইমীন মিল্টন প্রমুখ। সবশেষে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলার পরিসমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com