কমলগঞ্জে দুই জামায়াত নেতা আটক
কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ও আদমপুর ইউনিয়নে পুলিশি অভিযানে দুই জামায়াত নেতাকে আটক করা হয়। এক জামায়াত নেতার দোকান থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা ২টায় ইসলামপুর ইউনিয়নের কানাইদেশী গ্রাম থেকে ফিরোজ মিয়ার ছেলে স্থানীয় ওয়ার্ড জামায়াতের সভাপতি সেলিম উদ্দিন (৩০) আটক করা হয়। সেমবার (২৫ জুলাই) দুপুরে আদমপুর ইউনিয়ন জামায়াত সেক্রেটারী মো. রুপক মিয়া (৪৮) কে পূর্ব জালালপুর গ্রামের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের কানাইদেশী গ্রাম থেকে জামায়াত ইসলামীর সক্রিয় সদস্য সেলিম মিয়াকে আটক করা হয়। তার দোকান থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর গ্রামের মৃত আং সত্তারের পুত্র মোঃ রূপক মিয়াকে আটক করা হয়। তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় পুলিশ এসল্ট মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। রুপক মিয়া দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, আটককৃতদের বিরুদ্ধে তদন্ত্রক্রমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন